রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামিদের একজন নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে র্যাব-১১ এর একটি টিম সহায়তা করে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, অভিযানের নেতৃত্ব দেয় র্যাব-১০। গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য র্যাব-১০ জানাবে বলে জানান তিনি।
জানা গেছে, সোহাগ হত্যায় নান্নু সরাসরি অংশ নিয়েছিল। হত্যাকাণ্ডের সময় সে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা নিশ্চিত করে।
গত সপ্তাহে মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও নির্মাণসামগ্রী দিয়ে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। হত্যার পরদিন ভুক্তভোগীর বোন কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়। স্থানীয়দের ধারণা, চাঁদাবাজি নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।