গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খলতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি অংশ এবং সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সেখানে এখন উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে এই ঘটনার দায় তাদেরই নিতে হবে।
এর আগে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।