গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ শহরে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কর্মসূচি শেষে ফেরার সময় তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হঠাৎ করে শহরজুড়ে শুরু হয় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও নামানো হয়।
সংঘর্ষের সময় হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী পাল্টা গুলি চালায় পরিস্থিতি শান্ত রাখতে। এক পর্যায়ে এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তার জন্য সরকারি বিভিন্ন স্থাপনায় আশ্রয় নেন।
এর আগে দুপুর দেড়টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চে হামলা চালানো হয়। এ সময় সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
সমাবেশ শেষে পৌরপার্ক এলাকা ত্যাগের কিছুক্ষণ পর ফেরার পথে আবারও হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। পরে তারা আশ্রয় নেয় পুলিশ সুপারের কার্যালয়ে, সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করছে।