নারায়ণগঞ্জে আগামী ১৮ জুলাই (শুক্রবার) দুপুরের পর থেকে দেশের অন্যতম চারটি রাজনৈতিক দল পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা।
এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৃথক পৃথক কর্মসূচি রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করছে ‘জুলাই পদযাত্রা’। দুপুরে নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে চাষাঢ়া বিজয়স্তম্ভ এলাকায়। এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। পদযাত্রা শুরুর আগে দলটির নেতারা স্থানীয় দলিত জনগোষ্ঠী ও আন্দোলনে হতাহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে গণসংহতি আন্দোলন একই দিন ‘জুলাই সমাবেশ’ করবে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে। বর্ষপূর্তির এই কর্মসূচিতে থাকবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ডিআইটি এলাকায় সমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন। সমাবেশে উপস্থিত থাকবেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকর্যালির আয়োজন করেছে। এই র্যালি মিশনপাড়া থেকে শুরু হয়ে নিতাইগঞ্জে শেষ হবে বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সব কর্মসূচি দুই কিলোমিটার এলাকার মধ্যে হওয়ায় শহরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই ঘটনার বর্ষপূর্তিতে কয়েকটি দলের এসব কর্মসূচি ঘোষণা।
সূত্রঃ জাগো নিউজ