নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, যারা জুলাই বিপ্লবের অংশ ছিল, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে এবং সেই সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জের ঘটনাই এ বিভেদের প্রমাণ। তিনি সকল জুলাই বিপ্লবের অংশীদারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ফ্যাসিবাদের জন্য বাংলায় কোনো স্থান নেই।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির আয়োজিত মৌন মিছিলে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, কিছু রাজনৈতিক দল জুলাই বিপ্লবের অর্জন নিজেদের নামে করাতে চায়, কিন্তু বাস্তবে ওই আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত নেতাকর্মী এখনও পঙ্গু অবস্থায় রয়েছেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের স্বাধীনতা একক কোনো দলের নয়, এটি সবার।
সভায় তিনি নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এছাড়া মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কমিটির অন্যান্য সদস্যরা এবং অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।