জুলাই মাসের চলমান পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে বীর শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— শহীদ আদিল, শহীদ মাবরুর, শহীদ আহসান কবির, শহীদ পারভেজ, শহীদ সুমাইয়া, শহীদ রোমান, শহীদ সাইফুল হাসান, শহীদ তাওহিদুল আলম জিসান, শহীদ মাহমুদুর রহমান, শহীদ সজল এবং শহীদ আরমান মোল্লার পরিবার।
নাহিদ ইসলাম শহীদ পরিবারগুলোর প্রতি গভীর শ্রদ্ধা, সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
‘আপনাদের আত্মত্যাগ এই দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে থেকে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নাহিদ ইসলাম তাদের আশ্বস্ত করেন, ভবিষ্যতেও যে কোনো ন্যায্য দাবির পক্ষে এনসিপি সর্বাত্মকভাবে পাশে থাকবে।