নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ২৫টি উপজেলায় নির্ধারিত সংখ্যক ভোটার সদস্য সংগ্রহে ব্যর্থ হয়েছে। দলটিকে এই ঘাটতিগুলো পূরণ করতে ১৫ দিনের সময় দিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রতিটি উপজেলায় কমপক্ষে ২০০ জন ভোটারের স্বাক্ষরসহ সদস্যের তালিকা জমা দিতে হয়। কিন্তু এনসিপি অনেক উপজেলায় সেই শর্ত পূরণ করতে পারেনি। যেমন, জলঢাকায় ১৫৮ জন, কসবায় ১৩৬ জন, মাদারগঞ্জে মাত্র ১০৮ জন ভোটারের নাম পাওয়া গেছে। এমন আরও ২৫টি উপজেলায় ভোটারের সংখ্যা ২০০-এর নিচে।
এ ছাড়া আবেদনপত্রে দলটির জেলা ও উপজেলা কার্যালয়ের সঠিক ঠিকানা, ভাড়ার চুক্তিপত্রে দলের নাম, তহবিলের তথ্য এবং গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ ধারাসমূহের অভাব রয়েছে বলে জানিয়েছে ইসি। কিছু উপজেলায় অন্য এলাকার ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, কোথাও কোথাও একাধিকবার একই ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে।
এনসিপি ছাড়াও নিবন্ধনের জন্য আবেদন করা মোট ১৪৪টি রাজনৈতিক দলের মধ্যে কোনো দলই প্রাথমিকভাবে শতভাগ শর্ত পূরণ করতে পারেনি। ফলে প্রত্যেক দলকে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সময় দেওয়া হচ্ছে।
ইসি জানিয়েছে, সংশোধিত তথ্য জমা দেওয়ার পর সরেজমিনে যাচাই-বাছাই করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ না করলে সংশ্লিষ্ট দল নিবন্ধনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।