তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুতে দারুণ সাফল্যের পর ব্যাটিংয়েও আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।
শনিবার রাতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে শুরু থেকেই ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব, হারিস, সালমান আলী ও হাসান নওয়াজ। পাওয়ারপ্লেতেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা।
এরপর টিকে থাকা ওপেনার ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়েন। ৩৪ বলে ৪৪ রান করে তিনিও আউট হলে পাকিস্তানের ইনিংস একপ্রকার গুটিয়ে যাওয়ার পথে। শেষদিকে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি কিছুটা চেষ্টা করলেও বড় স্কোর গড়তে পারেনি দলটি। ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি, মুস্তাফিজুর রহমান ২টি এবং শেখ মেহেদী ও তানজিম ১টি করে উইকেট নেন।
১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও হয় হতাশাজনক। ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। ৭ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা।
তবে এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ধীরে ধীরে গড়ে তোলেন ম্যাচ জয়ের ভিত। দুজনের ৬১ বলে ৭৩ রানের জুটিতে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও ইমন ছিলেন দুর্দান্ত ফর্মে। ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
শেষদিকে জাকের আলী অনিকের ১৫ রানের ঝোড়ো ইনিংস এবং জয়সূচক বাউন্ডারিতে ২৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন সালমান মির্জা এবং ১ উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি। তবে বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচে ফিরতে পারেনি দলটি।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। পরের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।