নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল ঘিরে নাশকতার প্রস্তুতির অভিযোগে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতা-কর্মীরা। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শনিবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে মাসদাইর এলাকা থেকে রুমিন (২৩) ও আবু রায়হান (২৪) নামের দুই যুবককে আটক করা হয়। আটক দু’জনকে রোববার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
রুমিন ফতুল্লার পোস্ট অফিস এলাকার আমিন উদ্দিনের ছেলে এবং আবু রায়হান শাজাহান রোলিং মিল এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও তার অনুসারীরা।
এদিকে, গোপালগঞ্জে সহিংসতার ঘটনার প্রতিবাদ ও হরতালের সমর্থনে শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের দুইটি স্থানে ঝটিকা মিছিল হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ফতুল্লার ভূঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এবং রাত সাড়ে বারোটার দিকে কাশীপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।
কাশীপুরে মিছিলকারীরা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে উত্তেজনা সৃষ্টি করে। মিছিলগুলোতে আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ওসি শরিফুল ইসলাম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।”