রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয় ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পুরো কাঠামোয়।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার সময় ভবনটিতে নার্সারি থেকে তৃতীয় শ্রেণির প্রায় ১০০-১৫০ শিক্ষার্থী অবস্থান করছিল।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন ১১ জন
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ও ঘটনাস্থলেই ১ জন করে মৃত্যু হয়েছে
বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার সময়ে ক্লাস চলাকালীন বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। শিক্ষার্থীদের মধ্যে চিৎকার ও কান্না শুরু হয়। শিক্ষকরা দ্রুত শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা ছুটে আসেন, অনেকে আহত সন্তানদের খোঁজে হাসপাতাল চত্বরে দিন কাটাচ্ছেন।