নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মো. শামীম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে।
ভুক্তভোগীর শ্বশুর জাইদুল হক জানান, চার মাস আগে শামীম তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তিনি একজন মাদকাসক্ত। শনিবার গভীর রাতে শামীম তার ছেলের স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। বাধা পেয়ে কলম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। আহত গৃহবধূ বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।