1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ভারতের পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের: রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ‘শাস্তির কারণ’ জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩টি ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফেসবুক পোস্টে ক্ষোভ, পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি টিপুর নারায়ণগঞ্জে তিনটি আসনের সীমানা পুনর্বিন্যাস: সিদ্ধিরগঞ্জ এখন নারায়ণগঞ্জ-৫-এ, গোগনগর ও আলীরটেক যুক্ত নারায়ণগঞ্জ-৪-এ আড়াইহাজারে ভাড়ার টাকা চাইতে গিয়ে হত্যার শিকার দোকান মালিক, অভিযুক্ত স্থানীয় বিএনপি কর্মীরা শহিদনগরে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মনোনয়ন না পেলে ‘ঘেরাও-আত্মাহুতি’ হুমকি—বিএনপি নেতা খোকা বহিষ্কৃত নারায়ণগঞ্জে দুই দশকের জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার অভিযান শুরু কাঁচপুরে স্ত্রী-শাশুড়িকে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী কাউছারের মৃত্যুদণ্ড বিএনপি নেতাদের ছায়াতলে গোগনগরে পুরনো রূপে ফিরে এসেছে আওয়ামী সন্ত্রাসী ও ভূমিদস্যু নূর হোসেন

নারায়ণগঞ্জে দুই দশকের জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার অভিযান শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার (২৯ জুলাই) ফতুল্লার কাইয়ুম এলাকায় একটি খাল পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখল ও আবর্জনায় বন্ধ হয়ে গেছে। এসব খালের পানি প্রবাহ সচল করতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৯টি খালের ৫৬টি স্থানে প্রায় ১১ কিলোমিটার খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসক বলেন, “জলাবদ্ধতা নারায়ণগঞ্জের দীর্ঘদিনের একটি প্রধান সমস্যা। জনগণের অভিযোগের প্রেক্ষিতে এলাকাগুলো পরিদর্শন শেষে একটি কমিটি গঠন করি, যারা প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হই।”

তিনি আরও জানান, “এক মাসের মধ্যে ১১ কিলোমিটার খাল উদ্ধার সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন বাকি ৬ কিলোমিটার কালিয়ানি খাল উচ্ছেদ করবে, যেখানে জেলা প্রশাসন সহায়তা করবে।”

খালগুলোকে মাছের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে জনগণকে অনুরোধ করে বলেন, “উদ্ধারকৃত খালে ময়লা-আবর্জনা বা আসবাবপত্র ফেলে পুনরায় ভরাট করবেন না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL