মনোনয়ন না পেলে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করার হুমকি এবং প্রয়োজনে আত্মাহুতি দেওয়ার ঘোষণার জেরে বিএনপি নেতা লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৩ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার সোনালি সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই হুমকি দেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
আজ ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে জানান,
“দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
লুৎফর রহমান তার বক্তব্যে বলেন,
“শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনব। প্রয়োজনে কেন্দ্রীয় অফিসের সামনে আত্মাহুতি দেব। খালেদা জিয়া, তারেক রহমান ও ফখরুল ইসলামকে ঘেরাও করব।”
এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির তৃণমূল পর্যায়ে মনোনয়নপ্রক্রিয়া ঘিরে জমে থাকা অসন্তোষেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
তবে দলের জেলা নেতারা তার বক্তব্যকে অবিবেচনাপ্রসূত এবং দায়িত্বহীন আখ্যা দেন। পরে নিজেও লুৎফর রহমান বিষয়টি ‘স্লিপ অব টাং’ বলে দাবি করে দুঃখপ্রকাশ করেন।
কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নেওয়া এই কঠোর সিদ্ধান্ত স্পষ্ট করে দিলো, বিএনপি এখন শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একইসঙ্গে দলীয় কাঠামোতে যে কেউ নীতি ও আদর্শ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না।