বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিক। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয় এবং বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সবশেষে তার হৃদযন্ত্রের এনজিওগ্রাম করলে দেখা যায়, তার হার্টে রয়েছে তিনটি প্রধান ব্লক। এনজিওগ্রামটি পরিচালনা করেন কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান। চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে সরাসরি বাইপাস সার্জারির পরামর্শ দেন।
ডা. শাফিকুর রহমানকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর একটি প্রাথমিক আলোচনা চললেও, তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেন। তার পিএস জানান, জামায়াত আমীর দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে দলীয় ও পারিবারিক পর্যায়ে তার চিকিৎসা নিয়ে আলোচনা চলছে। তার পরিবার ও জামায়াতে ইসলামী দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
সূত্রঃ মানবজমিন