নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি এই সিদ্ধান্তকে জনগণের অধিকার খর্ব করার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।
বুধবার (৩০ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি বলেন,
“বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ বানিয়ে নারায়ণগঞ্জের জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন দীর্ঘায়িত ও ভণ্ডুল করার ষড়যন্ত্র হিসেবেই নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের পুনর্বিন্যাস করা হয়েছে।”
তিনি এই সীমানা পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দাবি করেন,
“জনগণের ভোটাধিকার রক্ষায় নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। অন্যথায় জনগণ নিজেদের অধিকার রক্ষায় আন্দোলনে নামবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে।”
ইসি ঘোষিত নতুন সীমানা অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত হয়েছে। গোগনগর ও আলীরটেক ইউনিয়ন যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে। অন্যদিকে, নারায়ণগঞ্জ-৩ আসন এখন গঠিত সোনারগাঁ উপজেলা ও বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে।
নির্বাচন কমিশন বলছে, ভোটার সংখ্যা, জনসংখ্যা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য আনতেই এই পুনর্বিন্যাস করা হয়েছে।