নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সংসদীয় আসন বিভাজনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) দপ্তরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ‘বন্দরবাসী’ নামে একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাসদ বন্দর উপজেলার সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি মুন্নি সরদার, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মেহবুবা আক্তার, জামিয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. আকরাম হোসেন, ভয়েস অফ বন্দর-এর সদস্য মেহেদী হাসান মুন্না, সাহেল হোসেন, নজরুল পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা, সাদিয়া প্রধান ও নুরুজ্জামান।
স্মারকলিপিতে বলা হয়, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসন। অন্যদিকে, বন্দর উপজেলার একাংশ চলে যাচ্ছে নারায়ণগঞ্জ-৩ ও অপরাংশ নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায়। এতে করে বন্দরের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হবে বলে আশঙ্কা করা হয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, বন্দর উপজেলার রাজনৈতিক ও সামাজিক ঐক্য রক্ষার্থে আসন বিভাজনের এ সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মতোই একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত রাখার।