নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সালমদী বাজারে মুদি দোকান চালিয়ে আসছিলেন।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সালমদী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাড়া চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনকে মারধর করে অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, তার ছেলে খোকন প্রধান, ভাতিজা সাদ্দাম হোসেন, সহযোগী আলম মিয়া ও রাসেল প্রধান মিলে তার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে। আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবার দাফনের পর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি কেন্দ্র থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, “যদি কেউ ব্যক্তিগত স্বার্থে দলের নাম ব্যবহার করে অপরাধ করে থাকে, দল তার দায় নেবে না।”
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক—এটাই বিএনপির অবস্থান।”