নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তারা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের দুই ছেলে পাপ্পু (৪০) ও শুক্কুর (৩৭)।
কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান গণমাধ্যমকে জানান, মামলাটি ২০১৫ সালের। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। বর্তমানে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, সিরাজুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি সৌদি প্রবাসী জাকির হোসেনের একটি নির্মাণাধীন ভবনের তদারকি করতেন। সে সময় আসামি শুক্কুর ও পাপ্পুসহ আরও কয়েকজন তার কাছে নিয়মিত চাঁদা দাবি করছিলেন।
২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে গেলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে সিরাজুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া কনক সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হলো।