নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ডিআইটি এলাকায় সদর থানা বিএনপির আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউছার আশা।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, “এখানে জালাল হাজীর অনেক বক্তারা আছেন। সদস্য ফরম একদিকে ভালো, অপরদিকে কিছুটা ভয়াবহও। ভালো দিক হলো—এটি দলের শক্তি বৃদ্ধি করে, দলকে উজ্জীবিত করে। কিন্তু ভয়াবহতা হচ্ছে—এই ফরমের মাধ্যমে যেন কোনো ফ্যাসিবাদী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী দলের মধ্যে প্রবেশ করে দলের বদনাম না করতে পারে।”
তিনি বলেন, “আমাদের নতুন ভোটারদের সদস্য ফরম দিয়ে সুযোগ করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে—কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী যেন দলের সুযোগ নিয়ে অপকর্ম করতে না পারে।”
আশা আরও বলেন, “আপনারা সবাই শুনে রাখেন—দলের সুসময় এসে গেছে। আমাদের এখন আর কোনো দুঃসময় নেই। আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখন সেই ভোটের মাধ্যমেই জনগণ তাদের নেতা নির্বাচন করবে এবং নিজেদের দাবি-দাওয়ার প্রতিফলন ঘটাবে।”
অনুষ্ঠানে মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ তাহের আলী, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মনছুর উদ্দিন পলিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ কামাল, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার দেওয়ান, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হোসেন কাজল,
১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দিদার খন্দকার,
শহর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ সুজন মাহমুদ,
সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর বেপারী, মহানগর খালেদা জিয়া ও তারেক জিয়া মুক্তি পরিষদের সাব্বিয় আলম শহীদ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইদূর রহমান
এছাড়াও উপস্থিত ছিলেন: মহানগর খালেদা জিয়া ও তারেক রহমান, মুক্তি পরিষদের সহ-সভাপতি আবুল কালাম ও নাজির হোসেন,সাংগঠনিক সম্পাদক মহাসিন বেপারী সদস্য সাজ্জাদ হোসেন বিপ্লব, সিপলু,তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আব্দুল কাদীর, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আক্তার হোসেন,মুকলেসুর রহমান মোকলেস, মনা, নূরু, অপু সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।