নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু আজ ০২ আগস্ট তার ফেসবুকে একটি বাস্তবিক বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, জাতীয় পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের নেতৃত্ব ব্যতীত নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ে কোনো প্রভাবশালী পরিবারের ওপর নির্ভর করে বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করেনি।
অ্যাডভোকেট টিপু বলেছেন, নারায়ণগঞ্জের বিএনপি রাজনীতির মূল চালিকা শক্তি ছিল সাধারণ নেতা-কর্মী এবং পেশাজীবী জনগণ। তাদের অক্লান্ত শ্রম, আত্মত্যাগ এবং ঐক্যের কারণে দলের সংগ্রাম টিকে রয়েছে। তারা শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে প্রতিটি রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। কিন্তু দলের উচ্চ পর্যায়ের কিছু প্রভাবশালী নেতা এবং পরিবারের সদস্যরা দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেন, যা দলের জন্য ক্ষতিকর এবং অবিচারমূলক।
তিনি আরও উল্লেখ করেন, দলের পজিশন যখন ভালো হয়, তখন অনেকে দলের নাম বিক্রি করে নিজেদের ভাগ্য পরিবর্তনে লিপ্ত হয়। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য কোনো লাভ বয়ে আনে না, বরং দলের প্রতিষ্ঠিত ভাবমূর্তি ও সংগ্রামের প্রতি আস্থা ক্ষুণ্ন করে। অন্যদিকে, সাধারণ নেতা-কর্মীদের জন্য এই সুযোগ সীমিত থেকে যায়, যারা প্রকৃত অর্থে দলের প্রাণ।