নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।
অন্যদিকে ৩০ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা আরেক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাছলিমা শিরিনকে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশের প্রশাসনে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসেবে গত বছরের ১১ সেপ্টেম্বর যোগদান করেন জাফর সাদিক চৌধুরী।