“বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। জনতার ঐক্যই ফ্যাসিবাদকে রুখে দিতে যথেষ্ট।” — নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ
“আজকের এই বিজয় র্যালির মাধ্যমে প্রমাণিত হলো যে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। জনগণ আজ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।”
— এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, “এই বিজয় র্যালি প্রমাণ করে যে, জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন কোনো ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে, আর কখনো ফিরে আসতে পারবে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।”
অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত বিএনপির বিজয় র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে।
বিজয় র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে পাইনাদি দশতলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। এই দলের নেতাকর্মীরা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, আগামীতেও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ফ্যাসিবাদকে দেশ থেকে চিরতরে বিতাড়িত করা হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক, সিদ্ধিরগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।