প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে এক বক্তব্যে তিনি বলেন, ভোটের সময় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। এর আগে সেদিন সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। অতীতে যারা বিতর্কিতভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের পরিবর্তে নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নির্বাচন কমিশন কাজ করছে। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে।
নাসির উদ্দিন স্পষ্ট করে বলেন, আগামী নির্বাচনে ইসি কারও পক্ষ নেবে না কিংবা কারও বিপক্ষে কাজ করবে না—বরং ১৮ কোটি নাগরিকের স্বার্থে কাজ করবে। তার ভাষায়, ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনই এটি এক ধরনের নৈতিক ও ধর্মীয় দায়িত্বও।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু।