আগামী রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে এই তালিকা টানিয়ে দেবেন। এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
শনিবার (৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, নতুন যুক্ত হওয়া ভোটারদের তথ্য সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে।
তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং সংশোধনের জন্য আবেদন করা যাবে নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) ব্যবহার করে।
আবেদন নিষ্পত্তির কাজ ২৪ আগস্টের মধ্যে শেষ হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।