নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল নয়াআটি এলাকায় অবস্থিত মুঈদ ফাউন্ডেশনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ- ০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
মাওলানা জব্বার ফাউন্ডেশনের শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “মানবকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে মুঈদ ফাউন্ডেশন এই অঞ্চলে শিক্ষা, সেবা ও উন্নয়নের ক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।” তিনি প্রতিষ্ঠানটির আরও অগ্রগতির জন্য দোয়া করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মো. কামাল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের পরিচালক, কর্মচারী ও এলাকাবাসী।