নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে প্রায় ৩৪ লক্ষ ৭৬ হাজার টাকার জব্দকৃত ভয়াবহ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গাঁজা, ইয়াবা, হেরোইন, চোলাই মদ ও বিদেশি মদ—সবই একে একে ধ্বংসকরণ চুল্লীতে পুড়িয়ে ছাই করা হয়।
সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন, মো. শহীদুল ইসলাম চৌধুরী ও মাইমানাহ আক্তার মনির উপস্থিতিতে এই ধ্বংস কার্য সম্পন্ন হয়।
আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত এসআই নির্মল কুমার দাস জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা পুলিশের জব্দ করা মামলার আলামত হিসেবে থাকা মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল—৪৪ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ২৫৮ পুরিয়া হেরোইন, ৭৯৪৬ পিস ইয়াবা, ৭২ লিটার চোলাই মদ ও ২২ লিটার বিদেশি মদ।
তিনি আরও জানান, মাদকদ্রব্যগুলো আদালতের তিন ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং মাদক ধ্বংস কমিটির তত্ত্বাবধানে চুল্লীতে পোড়ানো হয়। এসময় নারায়ণগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর মো. কাইউম খান এবং মালখানা অফিসার এসআই নির্মল কুমার দাস সার্বিক সহায়তা প্রদান করেন।