আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিগুলো শোনা ও সমাধানের চেষ্টা চলছে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ চালু হচ্ছে। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে বিশেষ একটি অ্যাপ তৈরির কাজও চলছে।
তিনি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, এবার প্রবাসীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভোট দেওয়ার অভিজ্ঞতা পাবেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে।
সভায় প্রবাসীরা দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা, অনিয়মিতদের নিয়মিতকরণ, এবং মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য-শিল্প সহযোগিতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা করেন। বিভিন্ন পেশা ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় অংশ নেন।