বন্দরে একটি পরিত্যক্ত গোডাউন থেকে লুট হওয়া সাড়ে চার টন রড উদ্ধার করা হয়েছে এবং তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ধামগড় মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফারুক (৩২), লিয়াকত হোসেন বা সলিমুল্লাহ (৪০) এবং গোডাউন ম্যানেজার সাদ্দাম (২৪)। বিষয়টি নিয়ে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ট্রাকচালক সজিব জানান, গত সোমবার রাতে তিনি ঢাকার একটি ট্রাকে রড নিয়ে যাচ্ছিলেন। পথে চৌরাপাড়া মোড়ে তিনটি মোটরসাইকেলযোগে একটি ডাকাতদল তাকে দেশীয় অস্ত্রের মুখে মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়।
ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানায়, ডাকাতির খবর পেয়ে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কাঁচপুর এলাকা থেকে খালি ট্রাক উদ্ধার করা হয়। পরে মনারবাড়ির একটি পরিত্যক্ত চুনা কারখানা থেকে আংশিক মালামাল উদ্ধার হয়।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, ভোরে বিএসআরএম গোডাউন থেকে ২৮ টন রড নিয়ে একটি ট্রাক এসিআই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। মদনপুর-মদনগঞ্জ সড়কের ইস্পাহানি বাসস্ট্যান্ড এলাকায় ১০-১৫ জন ডাকাত ট্রাকের চালক ও সহকারীদের নামিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে জিপিএস প্রযুক্তির মাধ্যমে খালি ট্রাক উদ্ধার করা হয় এবং মনারবাড়ির একটি পরিত্যক্ত গোডাউন থেকে লুট হওয়া মালামাল উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।