আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের করইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি আবুল বাশার (৩৯), যিনি অটোরিকশার চালক এবং মদনপুর এলাকার বাসিন্দা। বাকি তিনজন নিহতের পরিচয় পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদনপুর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি বিশনন্দি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের করইতলা তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়; একজন পথিমধ্যে এবং আর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে এবং তাকে আটক করা যায়নি। স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক বন্ধ করে দেয়। পরে ইউএনও ও পুলিশ এসে যান চলাচল পুনরায় স্বাভাবিক করেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন দুর্ঘটনা স্থল পরিদর্শন শেষে জানান, আহতদের সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতাল ও নিউরো সায়েন্স হাসপাতালে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।