নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় আইনজীবী সমিতির ২য় তলার অফিস কক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় সভাপতি পদপ্রার্থী এডভোকেট মো. রেজাউল করীম খান রেজা বলেন, “আমাদের প্যানেলের নাম জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। প্রধান নির্বাচন কমিশনার আমাদের স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। আমাদের প্যানেলে মোট ১৭ জন প্রার্থী রয়েছেন।”
সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব বলেন,“আপনারা অতীতেও সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করেছেন। এবারও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমাদের বিশ্বাস। আমরা সার্বিক সহযোগিতা করব।”
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল
সভাপতি: এডভোকেট মো. রেজাউল করীম খান রেজা,
সিনিয়র সহ-সভাপতি: এডভোকেট সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি: এডভোকেট আনিসদছুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক: এডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোমেন, কোষাধ্যক্ষ: এডভোকেট আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক: এডভোকেট শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক: এডভোকেট আলী আজ্জম, ক্রীড়া সম্পাদক এডভোকেট শহীদ সরোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নার্গিছ পারভীন, সমাজসেবা সম্পাদক এডভোকেট শাহানাজ পারভীন হীরা, আইন ও মানবাধিকার সম্পাদক: এডভোকেট মনি গাঙ্গুলী, কার্যকরী সদস্য এডভোকেট আর রউফ, এডভোকেট আনওয়ারুল আজিম চৌধুরী এবং আরও তিনজন আইনজীবী।