নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে প্যানেলের প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো. আব্দুল বারী ভূঁইয়ার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি: এডভোকেট মো. রেজাউল করীম খান রেজা, সিনিয়র সহ-সভাপতি: এডভোকেট সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি: এডভোকেট আনিসদছুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক: এডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক: এডভোকেট মোমেন, কোষাধ্যক্ষ: এডভোকেট আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক: এডভোকেট শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক: এডভোকেট আলী আজ্জম, ক্রীড়া সম্পাদক: এডভোকেট শহীদ সরোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: এডভোকেট নার্গিছ পারভীন, সমাজসেবা সম্পাদক: এডভোকেট শাহানাজ পারভীন হীরা, আইন ও মানবাধিকার সম্পাদক: এডভোকেট মনি গাঙ্গুলী, কার্যকরী সদস্য: এডভোকেট আর রউফ, এডভোকেট আনওয়ারুল আজিম চৌধুরী সহ তিনজন আইনজীবী।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্যানেলের প্রার্থীরা আসন্ন নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।