বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দীর্ঘকাল ধরে বন্ধ থাকা শিশু-কিশোর প্রতিভা আবিষ্কারের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯ বছর পর আবারও সম্প্রচারে আসছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিটিভির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা নিশ্চিত করা হয়।
‘নতুন কুঁড়ি’ মূলত শিশু ও কিশোরদের গান, নাচ, আবৃত্তি ও অভিনয়সহ বিভিন্ন শিল্পকলায় দক্ষতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম। এটি প্রথম সম্প্রচারিত হয় ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে এবং স্বাধীনতার পর বিটিভিতে নতুনভাবে শুরু হয়ে দেশীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায়। ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে এটি স্থায়ীভাবে প্রচার শুরু করে। ২০০৬ সাল পর্যন্ত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় এবং এর মঞ্চ থেকে উঠে আসে অসংখ্য প্রতিভাবান শিল্পী।
অনুষ্ঠানটি অর্ধশতকেরও বেশি সময় ধরে দেশীয় সংস্কৃতিতে একটি সাংস্কৃতিক মাইলফলক হিসেবে বিবেচিত। এর মাধ্যমে তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা সহ আরও অনেক শিল্পীর প্রতিভা মানুষের সামনে আসে। অনেকের জন্য এটি ছিল শিল্পী জীবনের শুরু।
২০০৬ সালে বিভিন্ন আর্থিক ও কাঠামোগত কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। এবার ২০২৫ সালে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটি ফের আলোচনায় এসেছে।
বিটিভি এখনো নতুন মৌসুমের অডিশন প্রক্রিয়া, সম্প্রচারের সময়সূচি বা ফরম্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি। তবে দর্শকরা আগ্রহের সঙ্গে অনুষ্ঠানটির প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। ‘নতুন কুঁড়ি’ শুধু একটি টেলিভিশন শো নয়, এটি একটি প্রজন্মের শিল্পচর্চা ও সংস্কৃতির স্মৃতিস্মারক।