আর মাত্র একদিন পর নারায়ণগঞ্জের পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে এগিয়ে রয়েছেন আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। তিনি এই সংগঠনের বিভিন্ন পদে ৬ বার নির্বাচিত হয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই প্রার্থীর নাম এখন ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে। ফলে মাঠ পর্যায়ের হিসেব কষে, এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন বাঘ মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম।
সভাপতি প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, বিগত সময়ে আমি বিভিন্ন পদে ৬ বার নির্বাচিত হয়েছি। এবারের নির্বাচনে আমি ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি এবং ব্যবসায়ীদের আমার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। আমি আশা করি, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে বিজয়ী হবো। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। তবে ভোটাররা শঙ্কায় আছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা।
এই প্রার্থীর পক্ষে কাজ করছেন ব্যবসায়ী হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। ভোটারদের খুব সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রার্থী অবশ্যই জয়ী হবে। কোথাও কোন ধরনের শঙ্কা নেই। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী বিবেচনা করে যে এগিয়ে থাকবে তাকে ভোট দেওয়া হবে। যাকে দিয়ে উন্নয়নমূলক কাজ হবে তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন। সেই সাথে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও তাদের সাথে আতাতকারী কোন প্রার্থী থাকলে তাকে অবশ্যই ভোটাররা ভোট দেবে না।
বিশ্লেষকরা বলছেন, ৬ বারের নির্বাচিত একজন ব্যবসায়ী অবশ্যই ভোটারদের কাছে যোগ্য প্রার্থী। যোগ্যতার মাপকাঠিতে তিনি বেশ উঁচু স্থানে অবস্থান করছেন। ফলে ভোটের হিসেবে এই প্রার্থী বেশ এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পাগলা বাজার এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ২২৩৬ জন ভোটার ও ২৭ জন প্রার্থী রয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে লড়াই করছেন চেয়ার প্রতিকে আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন।