বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় শহরের মিশনপাড়াস্থ হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। তিনি এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনন্য।” তিনি আরও বলেন, “বিএনপিকে একটি সুন্দর, সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। আপনারা সবাই আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।”
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আজ ঐতিহাসিক ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর একজন গৃহবধূ থেকে বিএনপির হাল ধরেন তিনি। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে তার পতন নিশ্চিত করেন। ১৯৯০ সালে নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে অদম্য আন্দোলন চালিয়ে গেছেন খালেদা জিয়া। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করেও তার মনোবল ভাঙা যায়নি, কারণ তিনি আপোষহীন নেত্রী। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন তাকে নেক হায়াত ও সুস্থতা দান করেন।”
এসময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ফয়সাল, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, নজরুল ইসলাম সরদার, আলমগীর হোসেন চঞ্চল, ইকবাল হোসেন, আল আরিফ, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মাহবুবুর রহমান, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীসহ অসংখ্য নেতৃবৃন্দ।