1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মালয়েশিয়ায় আইএস সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশিকে আদালতে হাজির, হতে পারে আজীবন কারাদণ্ড ফতুল্লায় এসএসসি/দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র মজলিস চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে এগিয়ে জাহাঙ্গীর আলম তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য খানাখন্দ মহাসড়কে তীব্র যানজট মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর মিলল মরদেহ আইনজীবী সমিতি নির্বাচনে সরকার হুমায়ুন ও আনোয়ার প্রধানের প্যানেল মনোনয়নপত্র জমা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনয়নপত্র জমা

মালয়েশিয়ায় আইএস সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশিকে আদালতে হাজির, হতে পারে আজীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ০ Time View
ছবিঃ বারনামা (মালয়েশিয়া)

মালয়েশিয়ার জোহর বাহরুতে দুই বাংলাদেশি নাগরিককে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর কার্যক্রমে সমর্থন ও সংশ্লিষ্ট উপকরণ রাখার অভিযোগে সেশন কোর্টে তোলা হয়েছে। মামলার শুনানিতে আদালত জামিন নামঞ্জুর করে আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।

প্রথম আসামি, মো. মামুন আলী (৩১), ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত “Sahifulla Islam” নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আইএস গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগে অভিযুক্ত। অভিযোগটি মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় আনা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

দ্বিতীয় আসামি, মো. রেফাত বিশাত (২৭), ২০২৫ সালের ১০ জুলাই বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে জোহরের লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে Honor X6a মডেলের মোবাইল ফোনে আইএস গোষ্ঠীর পতাকার একটি ছবি রাখার অভিযোগে অভিযুক্ত। এ অভিযোগ দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা হয়েছে, যার শাস্তি সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার ক্ষমতা রয়েছে।

মামুনের মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন মারিয়াম জামিয়েলাহ আব মানাফ, আর রেফাতের মামলায় ছিলেন নুর আইনা রিদজওয়ান। তবে উভয় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

বিচারক দাতুক আহমদ কামাল আরিফিন ইসমাইল জামিন না দিয়ে মামলার পরবর্তী তারিখ ১২ সেপ্টেম্বর নির্ধারণ করেন, যাতে ভাষান্তরকারীর ব্যবস্থা করা যায়। আদালত জানায়, আসামিরা কেবল অল্প পরিমাণে মালয় ভাষা বোঝেন।

সূত্র: বারনামা (মালয়েশিয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL