বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সদর থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব শহরের ডিআইটি বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে সদর থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারীর বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনন্য। বিএনপিকে একটি সুন্দর, সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম। আপনারা সবাই আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মহাসিন বেপারী, বিপ্লব, আমিনুল, শিপলু, জাকির, কাদিরসহ ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দরা।