বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে নিট ঐক্য ফোরাম ও ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিল এর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
ফলাফলে দেখা যায়, নিট ঐক্য ফোরামের ব্যালট নং-১ এর প্রার্থী সাইদুর রহমান বাদে অন্য সব প্রার্থী বিজয়ী হন। অপরদিকে ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের ব্যালট নং-১২ এর প্রার্থী আবু তাহের শামীম ছাড়া আর কেউ জয় লাভ করতে পারেননি।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিক-এ অবস্থিত নিটিং ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বপন চৌধুরী। সদস্য ছিলেন সোহেল আক্তার সোহান ও আবু বক্কর সিদ্দিক সাজ। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদ আহমেদ স্বপন এবং সদস্য ছিলেন আলহাজ্ব মোঃ জাকারিয়া ওয়াহিদ ও ব্যারিস্টার মোঃ মেহেদি হাসান।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা, ব্যালট নং-২৬ : মোঃ সেলিম সারোয়ার – ২৭৫ ভোট, ব্যালট নং-২ : আবু বকর সিদ্দিক আবুল – ২২৯ ভোট, ব্যালট নং-৪ : মোজাহার আলী – ২৪৩ ভোট, ব্যালট নং-৮ : সিরাজুল ইসলাম চৌধুরী – ২৫৮ ভোট, ব্যালট নং-১০ : শফিকুর রহমান – ২৪১ ভোট, ব্যালট নং-১৪ : শামীম হোসেইন সরকার – ২১২ ভোট, ব্যালট নং-১৫ : জাকির হোসেন – ২৬৩ ভোট, ব্যালট নং-১৬ : জাকির হোসেইন – ২২৯ ভোট, ব্যালট নং-২০ : দেলোয়ার হোসেন – ২৫৫ ভোট,
ব্যালট নং-২১ : আব্দুল হাকিম – ২১৭ ভোট, ব্যালট নং-২২ : আরিফুল ইসলাম – ২২২ ভোট,ব্যালট নং-২৪ : আবু সাঈদ – ২২৮ ভোট, ব্যালট নং-২৫ : এনামুল হাফিজ কাজল – ২২০ ভোট ,ব্যালট নং-২৯ : বশির আহমেদ – ২৩৭ ভোট, ব্যালট নং-৩২ : ইদ্রিস মিয়া – ২৪৪ ভোট, ব্যালট নং-৩৩ : মিশেল শেখ – ২১১ ভোট, ব্যালট নং-৩৫ : বাহাউদ্দিন আহমেদ – ২২২ ভোট, ব্যালট নং-৩৬ : শ্যামল দেবনাথ – ২৩৯ ভোট,ব্যালট নং-৪০ : বুলবুল আহমেদ – ২২০ ভোট,ব্যালট নং-৪২ : রায়হান আলী – ২৬৯ ভোট, অন্যদিকে ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিল থেকে নির্বাচিত একমাত্র প্রার্থী: ব্যালট নং-১২ : আবু তাহের শামীম – ২১০ ভোট ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা আনন্দ মিছিল বের করেন।