নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুর জেলার শখিপুর থানার চরজিন কিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর পুত্র। তিনি ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতেন।
ফতুল্লা নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, ইদ্রিস আলী নৌকার মাঝি হিসেবে কাজ করতেন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নৌকা চালানোর সময় বুড়িগঙ্গা নদীতে নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর বুধবার বেলা ১২টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখলে নৌপুলিশ তা উদ্ধার করে।