ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৫০ জন, সিটিটিসির ২৭ জন, তেজগাঁও বিভাগের ১০০ জন, রমনা বিভাগের ৫৫ জন, গুলশান বিভাগের ৫ জন, মিরপুর বিভাগের ৪ জন এবং উত্তরা বিভাগের ৩ জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জের অনেক আওয়ামীলীগ নেতা কর্মী আছে বলে ধারণা করা হচ্ছে। এর আগের ঢাকায় বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঝটিকা মিছিল করলে সেখান থেকেও নারায়ণগঞ্জের অনেক আওয়ামীলীগ নেতা কর্মীদের গ্রেফতার করেছিল পুলিশ ।
অভিযানকালে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি নগরবাসীকে এই অভিযানে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডিএমপি জানায়, পূর্বের ধারাবাহিক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপি এই অভিযান অব্যাহত রাখবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।