নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীনস্থ জিমখানা এলাকায় যৌথ বাহিনীর একটি সফল অভিযানে কুখ্যাত মাদক কারবারি আলম চাঁনসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পুলিশের নেতৃত্বে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আটক করা হয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের।
অভিযানে আলম চাঁনের নিজ বসতবাড়ি তল্লাশি করে প্রায় দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোড়া, একটি স্টিলের চাপাতি, একটি টেটা এবং দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। আলম চাঁনের বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ সদর থানায় ১০টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে নতুন করে মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও অভিযানকালে নারী পুলিশের সহায়তায় আটক করা হয় আরও দুই নারী মাদক ব্যবসায়ীকে।
তারা হলেন—
১. পারভীন আক্তার (৩৫), স্বামী- মোঃ ফয়সাল, সাং- জিমখানা। তার কাছ থেকে উদ্ধার হয় ২৪ পিস ইয়াবা ট্যাবলেট।
২. আফরিনা ওরফে হাসি (৫০), স্বামী- মোঃ আলমগীর, সাং- জিমখানা। তার কাছ থেকে উদ্ধার হয় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট।
উক্ত দুই নারীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. মোঃ ফয়সাল (২১)
পিতা- মোখলেছ, মাতা- সীমা বেগম
সাং- রেলওয়ে কলোনি, নতুন জিমখানা
দণ্ড- ১২ দিন
২. রিফাত (২০)
পিতা- মোঃ লিটন, মাতা- হেনা আক্তার
সাং- শারকল, গৌরনদী, বরিশাল (বর্তমানে: জল্লারপাড়, নারায়ণগঞ্জ)
দণ্ড- ১২ দিন
৩. জুবায়ের ভূঁইয়া রানা (৩৬)
পিতা- মৃত মোশারফ ভূঁইয়া, মাতা- মাহমুদা আক্তার
সাং- ৩৯৬, দেওভোগ পাক্কা রোড, নারায়ণগঞ্জ
দণ্ড- ২০ দিন
৪. মোঃ মোস্তফা হোসেন (২৬)
পিতা- মৃত আব্দুল মজিদ, মাতা- রিজিয়া বেগম
সাং- জল্লারপাড়, নারায়ণগঞ্জ
দণ্ড- ১৪ দিন
৫. অভিনন্দী (৩০)
পিতা- মৃত চিত্তরঞ্জন নন্দী, মাতা- সাবানা শুনী
সাং- ডালপট্টি, নারায়ণগঞ্জ
দণ্ড- ৭ দিন