নারায়ণগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক এম এ সাইদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
ফতুল্লা কাশিপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রনি (৪০)
নসিংপুর এলাকার মৃত নাসিরের ছেলে বশির (৪৭)
রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৩ সালের ৪ মে সদর থানার গোগনগর মসিনাবন্দ জামে মসজিদের উত্তর পাশে ফেনসিডিল বেচাকেনার সময় রনি ও বশিরকে ১৫৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।