নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তারা পরিবারসহ ধর্মগঞ্জ ঢালিপাড়ায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে ইজিবাইকের চালক সাগর নিজেই আহত শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।