নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকার গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল আসামি মোঃ শহীদুল্লাহ (৩৮) কে পিবিআই গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাত আড়াইটায় ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকা থেকে তাকে ধরা হয়।
মামলা ২০২৩ সালের ৮ নভেম্বর নিহতের মা মোছাঃ সাজেদা খাতুন (৪৮) দায়ের করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল্লাহ হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, নিজের শ্যালিকা সোহানা আক্তার (২৮) সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ২০২৩ সালের ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সুমা আক্তার কে হত্যা করেন।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ জানান, মূল আসামি গ্রেফতার হয়েছে এবং হত্যাকাণ্ড সংক্রান্ত আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।