নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকায় মেঘনা নদীর তীরে দীর্ঘ ৭০ বছর ধরে দখলকৃত সরকারি সাড়ে ২৩ একর জমি উদ্ধার করে ইকোপার্ক নির্মাণকাজ উদ্বোধন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে চাল ও চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি ওই জমি জবরদখল করেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জমি পুনরুদ্ধার করা হয়েছে।
নির্মিতব্য ইকোপার্ক জনসাধারণের জন্য বিনোদনের সুযোগ তৈরি করবে এবং পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পন্ন হলে এটি স্থানীয় পর্যটন ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।