হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
শুক্রবার এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, “নারায়ণগঞ্জ শান্তি-সম্প্রীতির শহর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে বহু বছর ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। এই ঐতিহ্য আমাদের গৌরব, এটিই আমাদের সম্প্রীতির চিত্র। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আমরা সবাই মিলে সনাতন ভাই-বোনদের পাশে থেকে উৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তুলব।”
তিনি আরও বলেন, পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তিনি ও তার নেতাকর্মীরা পাহারাদারের দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে কয়েকটি টিম মাঠে কাজ শুরু করেছে এবং প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
জাকির খান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি মনে হলে আমাদের দ্রুত জানাবেন। কোনো ভয় নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি।”
প্রেস বিবৃতিতে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।