1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা শহরের টানবাজার সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও টানবাজার বঙ্গ বিহারী মন্দির পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্রতিমা তৈরির অগ্রগতি ও পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এসময় জেলা প্রশাসক জানান, পূজার সময় দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আর্থিক ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

জেলা প্রশাসক আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আমরা নিয়মিত পূজামণ্ডপগুলো পরিদর্শন করছি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা এখানে আসেন। তাই পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দায়িত্ব পালন করবে।”

তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এবারও নারায়ণগঞ্জে সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL