নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি অভিযানে ফতুল্লা থানা এলাকার সাইনবোর্ড শান্তিধারা সড়ক থেকে ১৫০০ (পনেরশত) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাসের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সজীব সাহা অভিজিৎ, এএসআই (নিঃ) উজ্জল কুমার মন্ডল, এএসআই (নিঃ) মোঃ সাঈদ আনোয়ার, কনস্টেবল আজিম মাহামুদ ও কনস্টেবল মোজাম্মেল হক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিধারা এলাকার জনৈক সাঈদ হোসেনের বাড়ির সামনে অবস্থান নেয় ডিবি টিম। এ সময় দুইজন ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতরা হলো— ১। শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫), পিতা- শেখ মোঃ আনোয়ার হোসেন, সাং- নূরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর; এবং ২। মোঃ সারোয়ার হোসেন (২৮), পিতা- শামসুজ্জামান মোল্লা, সাং- দড়িপুর মোল্লাবাড়ি, থানা- শিবপুর, জেলা- নরসিংদী।
তাদের দেহ তল্লাশির সময় শেখ মোহাম্মদ ফয়সালের কাছ থেকে ১০০০ পিস এবং সারোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।