নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, “অয়ন ওসমান কন্টেইনার ভর্তি করে মাদক আনতেন এবং গোগনগরকে মাদকের আখড়া বানিয়েছেন।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোগনগর স্কুল মাঠে সৈয়দপুর পশ্চিম গোগনগর ইউনিয়ন আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিএনপি সবসময় খেলোয়াড়দের খেলার প্রতি মনোযোগ দিয়ে এসেছে। গোগনগরে বিএনপি সব সময় ত্যাগ স্বীকার করেছে। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ও অয়ন ওসমানের চোখ রাঙানির পরও, স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন সত্ত্বেও বিএনপি কখনও এখানে হার মানেনি। তাই যুবদলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।”
মশিউর রহমান রনি আরও বলেন, “ছাত্রদল বা ছাত্ররা যদি সুসংগঠিত না হয় তবে ভালো সমাজ গঠন সম্ভব নয়। গোগনগর ও আলীরটেক একটি অবহেলিত এলাকা। শামীম ওসমান সবসময় গোগনগর ও আলীরটেককে ব্যবহার করেছেন। ২০০১ থেকে ২০০৬ সালের আগে গোগনগর ৪ আসনে ছিল, এরপর নিজেদের স্বার্থে তারা এটিকে শহরে নিয়ে গেছে। গোগনগরের মানুষ অত্যন্ত সাদাসিধা, তাদের কাজ হচ্ছে সমাজব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায়। সেই সুযোগ নিয়েছেন তিনবারের সাবেক অবৈধ এমপি শামীম ওসমান। তিনি নারায়ণগঞ্জকে গডফাদার হিসেবে পরিচিত করেছেন সারাদেশে।”
তিনি আরও বলেন, “এই গোগনগর ও আলীরটেককে ৪ আসনে রাখার জন্য আমি নিজেই আইনজীবী নিয়োগ করেছি। সৎ সাহস নিয়ে দলের জন্য কাজ করায় বহুবার গুমের শিকার ও জেল খেটেছি। আপনারা জানেন, এই গোগনগরকে অয়ন ওসমান মাদকের আখড়া বানিয়েছেন। কন্টেইনার ভর্তি গাড়ি দিয়ে মাদক আনতেন, যা তার বাহিনী দিয়ে পরিচালনা করতেন যুবসমাজকে ধ্বংস করার জন্য। সে বাহিনী দিয়ে মাদক সন্ত্রাস করতেন, তারা আজ পালিয়েছে। আমি এখানে এসেছি কাজ করার জন্য। আপনারা কোথায় কাজ চান আমাকে বলেন, আমি নিজ দায়িত্বে করে দেব।”
গোগনগর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের মধ্যে প্রীতি ফুটবল খেলায় ট্রাইবেকার এক গোলে বিজয় হয় ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠানটি যুবদল নেতা ইবনে আল কাউসারের সার্বিক ব্যবস্থাপনায় এবং জাসাস নেতা মো. মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন— সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, জেলা যুবদলের সদস্য এনআরবি মামুন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তার হোসেন, জুল্লাস সরদার, রহমত উল্লাহ ফকির, নুরুল আমিন খান, সুমন দেওয়ান, জুয়েল শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।