নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁও থানার এসআই (নিঃ) রতন বৈরাগী সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকামুখী “তিশা প্লাস পরিবহনের” (ঢাকা মেট্রো-ব-১২-২৪১৭) একটি যাত্রীবাহী বাসকে সংকেত দিয়ে থামানো হলে, বাস থেকে নেমে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
আটককৃতের নাম মোঃ জামাল হাওলাদার ইমরান (৩৯)। তিনি বাগেরহাট জেলার কচুয়া থানার ঝালডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ আলী আকবর হাওলাদার ও মাতা মোছাঃ জোহরা খাতুন।
পুলিশ জানায়, ইমরানের কাছ থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া যায়। ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সোনারগাঁও থানা পুলিশ নিশ্চিত করেছে।