1. skriaz30@gmail.com : admin :
  2. jummanhossainsohel@gmail.com : Reporter Press : Reporter Press
  3. : Temp User : Temp User
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ

নারায়ণগঞ্জ জেলার সব পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

“উৎসব আয়োজন, সামাজিক মেলবন্ধন—জাতি-ধর্ম নির্বিশেষ, সম্প্রীতির বাংলাদেশ।”
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ২২৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিপন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও পূজা নির্বিঘ্নে উদযাপনে জেলা প্রশাসকের সার্বিক তৎপরতার প্রশংসা করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি একযোগে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামণ্ডপ কঠোর মনিটরিং-এর আওতায় থাকবে। আমরা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা এবং জেলার ২২৪টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

More News Of This Category
© All rights reserved © 2025 Narayanganj Press
Designed by RIAZUL